ই-কমার্স ব্যবসায়ীদের জন্য প্রিপেইড কার্ড চালু

১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৩  
ই-কমার্স ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য চালু হলো প্রিপেইড কার্ড। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় সাউথ ইস্ট ব্যাংক কার্যালয়ে এই কার্ডটির উদ্বোধন করা হয়। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, এসএসএল এর পরিচালক এবং সিওও আশীষ চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, মাস্টারকার্ড বাংলাদেশ এবং দেশের শীর্ষস্থানীয় ওয়ারলেস বেজড ডাটা কমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়ারল্যাসের নিরাপদ পেমেন্ট গেটওয়ে এসএসএল এর সহযোগিতায় এই কার্ডটি বাজারে ছাড়ছে সাউথ ইস্ট ব্যাংক। কার্ডটি ই-কমার্স মার্চেন্ট, ফেসবুক মার্চেন্ট, এসএমই মার্চেন্ট এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।